Rupali Guitar Lyrics - রুপালি গিটার লিরিক্স - Ayub Bachchu - আইয়ুব বাচ্চু - LRB Band - BANGLA SONG
রুপালি গিটার লিরিক্স
এই
রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দুরে,বহুদূরে...
সেদিন চোখে
অশ্রু তুমি রেখো
গোপন করে।
রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দুরে,বহুদূরে...
সেদিন চোখে
অশ্রু তুমি রেখো
গোপন করে।
এই
রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দুরে,বহুদূরে...
সেদিন চোখে
অশ্রু তুমি রেখো
গোপন করে।
মনে রেখো তুমি
কত রাত কত দিন
শুনিয়েছি গান আমি,
ক্লান্তিবিহীন
অধরে তোমার
ফোঁটাতে হাসি
চলে গেছি আমি
সুর থেকে কত সুরে।
এই
রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দুরে,বহুদূরে...
সেদিন চোখে
অশ্রু তুমি রেখো
গোপন করে।
শুধু ভেবো তুমি
অপরাধ ছিল কার
কাটিয়েছি রাত তবু,
নিদ্রাবিহীন...
বেদনা আমার
হয়েছে সাথী
চলে গেছি আমি
কোনো স্মৃতি পুরে।
এই
রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দুরে,বহুদূরে...
সেদিন চোখে
অশ্রু তুমি রেখো
গোপন করে।
এই
রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দুরে,বহুদূরে...
সেদিন চোখে
অশ্রু তুমি রেখো
গোপন করে।
Rupali Guitar Lyrics - রুপালি গিটার লিরিক্স - Ayub Bachchu - আইয়ুব বাচ্চু - LRB Band - BANGLA SONG
Reviewed by Admin
on
23:12
Rating:
Reviewed by Admin
on
23:12
Rating:


No comments: