বঙ্গালে লিরিক্স - তাহসান - Bongaley Lyrics - Tahsan - Bangla Song Lyrics.
শিরোনামঃ বঙ্গালে 
কথাঃ তাহসান
কন্ঠঃ তাহসান
অ্যালবামঃ দ্যা হিটস অ্যালবাম ৫
বঙ্গালে লিরিক্স - তাহসান
শস্য শ্যামল বঙ্গালে
কত মুক্তি পাগল 
জড়িয়ে নিলে মাটি আমার 
রোধন ভরা চোখের জলে। 
শস্য শ্যামল বঙ্গালে
কত মুক্তি পাগল 
জড়িয়ে নিলে মাটি আমার 
রোধন ভরা চোখের জলে। 
সবুজ পাতা ফুল হয়ে 
মিশে আছে মন দেয়া নেয়া। 
সবুজ পাতা ফুল হয়ে 
মিশে আছে মন দেয়া নেয়া। 
ব্রত পালনে সুখের সফলতা। 
শস্য শ্যামল বঙ্গালে
কত মুক্তি পাগল 
জড়িয়ে নিলে মাটি আমার 
রোধন ভরা চোখের জলে। 
দৃষ্টির সীমা রেখে চোখে 
ফিরে আসে প্রাণের নিঃশ্বাসে। 
দৃষ্টির সীমা রেখে চোখে 
ফিরে আসে প্রাণের নিঃশ্বাসে। 
মশাল জ্বলে চেতনায় দাগে। 
শস্য শ্যামল বঙ্গালে
কত মুক্তি পাগল 
জড়িয়ে নিলে মাটি আমার 
রোধন ভরা চোখের জলে। 
শস্য শ্যামল বঙ্গালে
কত মুক্তি পাগল 
জড়িয়ে নিলে মাটি আমার 
রোধন ভরা চোখের জলে। 
বঙ্গালে লিরিক্স - তাহসান - Bongaley Lyrics - Tahsan - Bangla Song Lyrics.
 
        Reviewed by Admin
        on 
        
13:39
 
        Rating: 
 
        Reviewed by Admin
        on 
        
13:39
 
        Rating: 


No comments: