চাঁদের সাথে আমি দেবোনা লিরিক্স - Chader Sathe Ami Debona Lyrics - Runa Laila & Andrew Kishore - Bangla Song.
Song : Chader Sathe Ami Debona
Singer: Runa Laila & Andrew Kishore
Film: Ashirbad
চাঁদের সাথে আমি দেবোনা তোমার তুলনা লিরিক্স
চাঁদের সাথে আমি দেবোনা তোমার তুলনা
নদীর সাথে আমি দেবোনা তোমার তুলনা,
তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে
তুমি নদী হতে যদি দূরেই চলে যেতে,
সে কথা যেন ভুলোনা,
তুমি যে তোমারই তুলনা। 
ও চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা
নদীর সাথে আমি দেবো না তোমার তুলনা।। 
ফুলের সাথে আমি দেবো না তোমার তুলনা
অলির সাথে আমি দেবো না তোমার তুলনা,
ফুলের সাথে আমি দেবোনা তোমার তুলনা
অলির সাথে আমি দেবোনা তোমার তুলনা,
তুমি ফুল হতে যদি ঝরেই পড়ে যেতে
তুমি অলি হতে যদি দূরেই উড়ে যেতে,
সে কথা যেন ভুলো না
তুমি যে তোমারই তুলনা,
চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা
ও নদীর সাথে আমি দেব না তোমার তুলনা।। 
কবির সাথে আমি দেবো না তোমার তুলনা
ছবির সাথে আমি দেবো না তোমার তুলনা,
কবির সাথে আমি দেবোনা তোমার তুলনা
ছবির সাথে আমি দেবোনা তোমার তুলনা,
তুমি কবি হতে যদি সবার হয়ে যেতে
তুমি ছবি হতে যদি তবেই মুছে যেতে,
সে কথা যেন ভুলোনা,
তুমি যে তোমারই তুলনা। 
চাঁদের সাথে আমি দেবোনা তোমার তুলনা
নদীর সাথে আমি দেবোনা তোমার তুলনা,
তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে
তুমি নদী হতে যদি দূরেই চলে যেতে,
সে কথা যেন ভুলোনা,
তুমি যে তোমারই তুলনা। 
ও.. ও .. হো..
চাঁদের সাথে আমি দেবোনা লিরিক্স - Chader Sathe Ami Debona Lyrics - Runa Laila & Andrew Kishore - Bangla Song.
 
        Reviewed by Admin
        on 
        
07:44
 
        Rating: 
 
        Reviewed by Admin
        on 
        
07:44
 
        Rating: 


No comments: