এতদিন যে বসেছিলেম লিরিক্স - রবীন্দ্র সংগীত - Etodin Je Boshe Chilem Lyrics - Rabindra Sangeet - Rabindranath Tagore.
Song : Eto Din Je Boshechhilem
Written by: Rabindranath Tagore
এতদিন যে বসেছিলেম লিরিক্স - রবীন্দ্র সংগীত
এতদিন যে বসেছিলেম
পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে,
এতদিন যে বসেছিলেম
পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে।
বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়
এ কী গো বিস্ময়
অবাক আমি, তরুণ গলার গান শুনে
দেখা পেলেম ফাল্গুনে,
এতদিন যে বসেছিলেম
পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে।।
গন্ধে উদাস হাওয়ার মতো
উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী,
গন্ধে উদাস হাওয়ার মতো
উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী।
তরুণ হাসির আড়ালে কোন
আগুন ঢাকা রয়
এ কী গো বিস্ময়,
অস্ত্র তোমার গোপন রাখো কোন্ তূণে,
দেখা পেলেম ফাল্গুনে।
এতদিন যে বসেছিলেম
পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে,
এতদিন যে বসেছিলেম
পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে।
এতদিন যে বসেছিলেম লিরিক্স - রবীন্দ্র সংগীত - Etodin Je Boshe Chilem Lyrics - Rabindra Sangeet - Rabindranath Tagore.
Reviewed by Admin
on
17:14
Rating:
Reviewed by Admin
on
17:14
Rating:


No comments: