কে আঁকে অন্য ছবি লিরিক্স - তাহসান - Ke Ake Onno Chobi Lyrics - Tahsan - Bangla Song Lyrics.
গান- কে আঁকে অন্য ছবি
শিল্পী- তাহসান
কে আঁকে অন্য ছবি - তাহসান
মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবি
মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি 
মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবি
মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি
কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারিনা
এত চেনা তবু যেন লাগে অচেনা 
কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারিনা
এত চেনা তবু যেন লাগে অচেনা
মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবি
মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি 
মাঝে মাঝে আকাশে চেয়ে উদাসী হয়ে থাক
বুঝিনা যে তখন তুমি কার কার কথা যে ভাবো
কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারিনা
এত চেনা তবু যেন লাগে অচেনা 
কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারিনা
এত চেনা তবু যেন লাগে অচেনা
মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবি
মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি
মাঝে মাঝে কথার ফাঁকে হঠাৎ তুমি থেমে যাও
বুঝিনাত যে কথাটি আড়াল করে যে যাও
কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারিনা
এত চেনা তবু যেন লাগে অচেনা 
কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারিনা
এত চেনা তবু যেন লাগে অচেনা
মাঝে মাঝে........
মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবি
কে আঁকে অন্য ছবি লিরিক্স - তাহসান - Ke Ake Onno Chobi Lyrics - Tahsan - Bangla Song Lyrics.
 
        Reviewed by Admin
        on 
        
15:02
 
        Rating: 
 
        Reviewed by Admin
        on 
        
15:02
 
        Rating: 


No comments: