কাল্পনিক প্রেম লিরিক্স - তাহসান - Kalponik Prem Lyrics - Tahsan - Bangla Song Lyrics.
![]()  | 
| মাই লিরিক্স ঢাকা | 
Song: Kalponik Prem [কাল্পনিক প্রেম]
Singer: Tahsan
Album: Utsorgo [উৎসর্গ]
কাল্পনিক প্রেম লিরিক্স - তাহসান
আমার স্বপ্নের রাজকন্যা তুমি
তোমার দুঃস্বপ্নের রাজপুত্র আমি
আমার গল্পের নায়িকা তুমি
তোমার গল্পে অদৃশ্য আমি
আমার কবিতার শেষ লাইন তুমি
তোমার কবিতায় কোথাও নেই আমি
এ যে এক অদ্ভুত প্রেম
এ যে এক কাল্পনিক প্রেম
এ যে এক অদ্ভুত কাল্পনিক প্রেম...
যে গল্প করি আমি দিন রাত গানের সাথে
সেই গল্প করি আমি দিন রাত মনের সাথে
সারাটি গান জুড়ে আছো তুমি ছড়িয়ে
তোমার কোন গানে আমি আছি কিনা সন্দেহ
যে রাজকন্যার কথা বলছি এই গানেরসুরে
সেই রাজকন্যা নিছক ছবি ছাড়া কিছু নয়
এ যে এক অদ্ভুত প্রেম
এ যে এক কাল্পনিক প্রেম
এ যে এক অদ্ভুত কাল্পনিক প্রেম.....
কাল্পনিক প্রেম লিরিক্স - তাহসান - Kalponik Prem Lyrics - Tahsan - Bangla Song Lyrics.
 
        Reviewed by Admin
        on 
        
10:02
 
        Rating: 
 
        Reviewed by Admin
        on 
        
10:02
 
        Rating: 


No comments: