MUSHKIL E ASAAN Lyrics - তুমি আমার মুশকিলে আসান লিরিক্স - শাহ আলম সরকার - SHAH ALAM SARKAR - BANGLA SONG
তুমি আমার মুশকিলে আসান লিরিক্স
তুমি আমার মুশকিলে আসান,
আমার পরানের পরান।
তোমায় না দেহিলে,
কইলজা ধরফর করে।
প্রেমেরই হারিকেন ধরাইয়া,
গেলা কইগো চলিয়া
দিলা টুংটুং টুং বেল
বাজাইয়া অন্তরে।
দুনিয়াদারি দুনিয়াদারি দুনিয়াদারি
সব ভুলিয়া, আসমানেতে যায় উড়িয়া।
তোমার প্রানে এতই টানে,
সুর জাগে আওলা গানে তাই
দূরে দূরে আর থাইকো না
মিছাই অভিমানে।
![]() |
| Home tutor at your location |
Reviewed by Admin
on
15:42
Rating:


visit my blog if you like travel articles next travel route
ReplyDelete