ঝরিয়ে দাও লিরিক্স by শূন্য ব্যান্ড - Jhoriye Dao Lyrics by Shunno Band - Bangla Song.
শিরোনাম: ঝরিয়ে দাও [Jhoriye Dao]
ব্যান্ড: শূন্য
ব্যান্ড: শূন্য
ঝরিয়ে দাও লিরিক্স by শূন্য ব্যান্ড
চুপচাপ বসে তুমি মেঘের আড়ালে,
দূতেরা তোমায় নিয়ে গান লিখে যাবে।
তোমার পথ চেয়ে সারাটা জীবন
আমার দিন রাত আজ হয়েছে পাগল।
এই মন কিছু বোঝে না,জীবন তোমাকে ছাড়া।
ঝরিয়ে দাও, অসীম অগোচরে,
ঝরিয়ে দাও...
ঝরিয়ে দাও, বৃষ্টির সুর ধরে,
ঝরিয়ে দাও, তোমার শীতল প্রেমে।
মেঘে উড়ে উড়ে,আসো বৃষ্টি সুরে..
ভেজা শালিকের কলরবে..
যেটুকু সময়ে , পাব তোমায় কাছে,আপন করে নেব ভুলে।
এই মন কিছু বোঝে না,জীবন তোমাকে ছাড়া..
ঝরিয়ে দাও, অসীম অগোচরে,
ঝরিয়ে দাও...
ঝরিয়ে দাও, বৃষ্টির সুর ধরে,
ঝরিয়ে দাও, তোমার শীতল প্রেমে।
ঝরিয়ে দাও... ...
ঝরিয়ে দাও, অসীম অগোচরে,
ঝরিয়ে দাও...
ঝরিয়ে দাও, বৃষ্টির সুর ধরে,
ঝরিয়ে দাও, তোমার শীতল প্রেমে।
ঝরিয়ে দাও লিরিক্স by শূন্য ব্যান্ড - Jhoriye Dao Lyrics by Shunno Band - Bangla Song.
Reviewed by Admin
on
18:27
Rating:
Reviewed by Admin
on
18:27
Rating:


No comments: