জানালাটা খুলে দেখ দোস্ত - Janalata Khule Dekh Dosto.
জানালাটা খুলে দেখ দোস্ত
জানালাটা খুলে দেখ দোস্ত,
নিচে আমি দাড়িয়ে।
ইনবক্সটা চেক করে দেখ,
মেসেজ আমার ছড়িয়ে।
খাতাটা খুলে দেখ,
দাগাদাগি ভরিয়ে।
পুরোনো স্মৃতি দেখ চোখ দুটো,
আমার তাকিয়ে।
দূরের ওই আকাশ টা দেখ ,মেঘ পাহাড় দেখ
স্বপ্ন মোদের ছড়িয়ে।
বিকেলের রোদ গায়ে মাখ,
রংধনু আক হাতটা আমি বাড়িয়ে
তোর দিকে হাতটা বাড়িয়ে।
![]() |
| Home tutor at your location |
Reviewed by Admin
on
22:35
Rating:


No comments: