শেষের গান লিরিক্স - তাহসান - মিথিলা - Sheser Gaan Lyrics - Tahsan - Mithila - Bangla Song Lyrics.
শিরোনামঃ শেষের গান
কথাঃ মিথিলা
কন্ঠঃ তাহসান / মিথিলা
সঙ্গীতায়োজনঃ তাহসান
অ্যালবামঃ উদ্দেশ্য নেই
শেষের গান লিরিক্স - তাহসান - মিথিলা
শুনেছি আমি, তুমি ভালোই আছো
ভুলে গেছো আমায় আবার ভুলতে শিখেছো
বলো তুমি ছাড়া আর কে আছে আমার সব গানে
অবচেতন মনে আর কতদিন আমায় কাঁদাবে
যতদূরে থাকো, এত কেনো কাছে
আজও অনুভবে আছো তুমি
যতদূরে থাকো, এত কেন কাছে
সেই স্পর্শ তোমার আজো আছে
শুনেছি আমি, তুমি ভালোই আছো
ভুলে গেছো আমায় আবার ভুলতে শিখেছো
শুনেছি আমি, জীবন নাকি থেমে থাকে না
তবু কেন আমি তোমায় ভুলতে পারি না
বলো তুমি ছাড়া আর কে আছে আমার সব গানে
ফেলে আসা যত সুখের স্মৃতি কেনো আজ কাঁদাবে
যতদূরে থাকো, এত কেনো কাছে
আজও অনুভবে আছো তুমি
যতদূরে থাকো, এত কেন কাছে
সেই স্পর্শ তোমার আজো আছে
বলো আমায় ছাড়া সত্যি তুমি হাঁসতে যদি পারো
তবে দূরে থাকো অনেক দূরে হয়ে অন্য কারো
যতদূরে থাকো, এত কেন কাছে
আজও অনুভবে আছো তুমি
যতদূরে থাকো, এত কেনো কাছে
সেই স্পর্শ তোমার আজো আছে.....
শেষের গান লিরিক্স - তাহসান - মিথিলা - Sheser Gaan Lyrics - Tahsan - Mithila - Bangla Song Lyrics.
 
        Reviewed by Admin
        on 
        
12:21
 
        Rating: 
 
        Reviewed by Admin
        on 
        
12:21
 
        Rating: 


No comments: