রোদেলা দুপুরে লিরিক্স - তাহসান - মিথিলা - Rodela Dupure Lyrics - Tahsan - Mithila - Bangla Song Lyrics.
শিরোনামঃ রোদেলা দুপুরে
কথাঃ মিথিলা
কন্ঠঃ মিথিলা/তাহসান
সঙ্গীতঃ তাহসান
অ্যালবামঃ দ্য হিট এলবাম
রোদেলা দুপুরে লিরিক্স - তাহসান - মিথিলা
রোদেলা দুপুরে, ক্লান্ত শরীরে
হেটে আসা- বহু দূর,
দুঃখকে ভুলে, হাতে হাত ধরে
গেয়ে যাওয়া প্রিয় সুর,,,
দূরে আরও দূরে- হারিয়ে চল
মেঘেদের ছায়াতলে,
সুখে আরও সুখে- তাকিয়ে  দেখ
স্বপ্নেরা ডানা মেলে
দূরে আরও দূরে তাকিয়ে দেখ
স্বপ্নেরা ডানা মেলে
লা-লা-লা-লা-লা
টুপ টাপ ঝুপ করে এল- রাতের শেষে
চুপ চাপ ঘুম পরীদের দেশে
হঠাৎ সুখ গুলো এল
স্বপ্ন দেশে
রোদেলা দুপুরে, ক্লান্ত শরীরে
হেটে আসা- বহু দূর,
দুঃখকে ভুলে, হাতে হাত ধরে
গেয়ে যাওয়া প্রিয় সুর,,,
দূরে আরও দূরে- হারিয়ে চল
মেঘেদের ছায়াতলে,
সুখে আরও সুখে- তাকিয়ে  দেখ
স্বপ্নেরা ডানা মেলে
দূরে আরও দূরে তাকিয়ে দেখ
স্বপ্নেরা ডানা মেলে
লা-লা-লা-লা-লা
টুপ টাপ ঝুপ করে এল- রাতের শেষে
চুপ চাপ ঘুম পরীদের দেশে
হঠাৎ সুখ গুলো এল
স্বপ্ন দেশে
দূরে আরও দূরে হারিয়ে চল
মেঘেদের ছায়াতলে
সুখে আরও সুখে তাকিয়ে দেখ
স্বপ্নেরা ডানা মেলে
রোদেলা দূপুরে, ক্লান্ত শরীরে
হেটে আসা বহু দূর
দুঃখকে ভুলে, হাতে হাত ধরে
গেয়ে যাওয়া প্রিয় সুর.....
রোদেলা দুপুরে লিরিক্স - তাহসান - মিথিলা - Rodela Dupure Lyrics - Tahsan - Mithila - Bangla Song Lyrics.
 
        Reviewed by Admin
        on 
        
18:50
 
        Rating: 
 
        Reviewed by Admin
        on 
        
18:50
 
        Rating: 


No comments: