তোমায় ঘিরে লিরিক্স - তাহসান - কণা - Tomay Ghire Lyrics - Tahsan - Kona - Bangla Song Lyrics.
শিরোনামঃ তোমায় ঘিরে
কথাঃ তাহসান
কন্ঠঃ তাহসান / কনা
অ্যালবামঃ উদ্দেশ্য নেই
তোমায় ঘিরে লিরিক্স - তাহসান - কণা
তোমায় ঘিরে যে ভালো লাগা, হয়নি বলা ভাষায়
হাজার ভিড়ের মাঝে খুঁজে পাওয়া, সেই তুমি আজ কোথায়
তোমাকে নিয়ে সেই স্মৃতিরা
শুধু খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভেবে আছো সুদূরে
এসো না ফিরে,
হৃদয়ে...
সময় জুড়ে শুধু শূন্যতা নিরবে ছুঁয়ে থাকে
ভুলেও আমি ভাবিনি হারাবো কখনোও তোমায়
এভাবে ...
তোমাকে নিয়ে স্বপ্নগুলো,
আজো খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভুলে হারিয়ে গেলে
এসো না ফিরে,
হৃদয়ে...
মনের আকাশে মেঘের ভেলা, বেদনার বৃষ্টি ঝরে
এত কাছে ছিলে তবুও, পারিনি কেনো তোমায় বোঝাতে
তোমাকে নিয়ে স্বপ্নগুলো আজ খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভেবে হারিয়ে গেলে
এসো না ফিরে,
হৃদয়ে...
তোমাকে নিয়ে স্বপ্ন গুলো,
আজো খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভুলে হারিয়ে গেলে
এসে না ফিরে,
হৃদয়ে...
তোমায় ঘিরে লিরিক্স - তাহসান - কণা - Tomay Ghire Lyrics - Tahsan - Kona - Bangla Song Lyrics.
Reviewed by Admin
on
11:00
Rating:
Reviewed by Admin
on
11:00
Rating:


No comments: