বৃষ্টিতে লিরিক্স - তাহসান - Brishtite Lyrics - Tahsan - Bangla Song

 
বৃষ্টিতে লিরিক্স - তাহসান
মাই লিরিক্স ঢাকা

Singer : Tahsan
Album : Ichhee
Lyric : Ariyan

বৃষ্টিতে লিরিক্স - তাহসান

বৃষ্টিতে ভিজে ভিজে তুমি আমি হেঁটে
পাড় বাঁধানো এ নদীর তীরে
পারুলের ছায়া ছুঁয়ে বৃষ্টির জল নামে টুপটাপ করে
তোমার উন্মুক্ত কাঁধে মাথা...
গোলাপী জামদানী ভিজে একাকার

সবকিছু মুছে গেলেও এ মুহূর্তটা রঙিন
দেহের বাইরে প্রেম আমার সত্য আত্মা কঠিন
 কঠিন
সবকিছু মুছে গেলেও এ মুহূর্তটা রঙিন
দেহের বাইরে প্রেম আমার সত্য আত্মা কঠিন
 কঠিন

তোমার মোমের মত শরীর ছুঁয়ে
শুভ্র কামিনী ফুল ফুটে থাকে
বন্ধুত্বের হৃদয় নিয়ে ভেজা বটের শাখাগুলো
সবুজ ঘাসের পাশে আসে নুয়ে

সবকিছু মুছে গেলেও এ মুহূর্তটা রঙিন
দেহের বাইরে প্রেম আমার সত্য আত্মা কঠিন
সবকিছু মুছে গেলেও এ মুহূর্তটা রঙিন
দেহের বাইরে প্রেম আমার সত্য আত্মা কঠিন

Home Tutor
Home tutor at your location

বৃষ্টিতে লিরিক্স - তাহসান - Brishtite Lyrics - Tahsan - Bangla Song বৃষ্টিতে লিরিক্স - তাহসান - Brishtite Lyrics - Tahsan - Bangla Song Reviewed by Admin on 8:25 PM Rating: 5

No comments:

Powered by Blogger.