মায়া লিরিক্স - তাহসান - Maya Lyrics - Tahsan - Bangla Song.
![]()  | |
  | 
Singer : Tahsan
Album : Prince Mahmud Mix
Lyric : Prince Mahmud
মায়া লিরিক্স - তাহসান
মায়া মায়া কি দারুন
কাব্যের অপ্সরী 
গায় গান গুন গুন
তাকে ছুঁই একটু ধরি
হৃদয় আকাশ সমুদ্র তলে
তার বিচরণ অবলীলায়
পরীটা ঘুমেই আসে
ঘুম-মধ্যে মিলায় 
উড়িয়ে ব্যাথা মেঘ বিজরী
ঘুমেই আসে ঘুমেই মিলায় 
আমায় বিষন্ন করি 
পরীটা হাসলে মুক্তদানা 
টুপটুপ ঝরে
অভিমান হলে বা গালে টোল পড়ে
হাসলে মুক্তদানা টুপটুপ ঝরে
অভিমান হলে বা গালে টোল পড়ে
অনুযোগের রাগে ভালোলাগে
তবু রাখতে পারিনা ধরে 
কি যে করি 
মায়া মায়া কি দারুন
কাব্যের অপ্সরী 
গায় গান গুন গুন
তাকে ছুঁই একটু ধরি
হৃদয় আকাশ সমুদ্র তলে
তার বিচরণ অবলীলায়
পরীটা ঘুমেই আসে
ঘুম-মধ্যে মিলায় 
উড়িয়ে ব্যাথা মেঘ বিজরী
ঘুমেই আসে ঘুমেই মিলায় 
আমায় বিষন্ন করি.....
মায়া লিরিক্স - তাহসান - Maya Lyrics - Tahsan - Bangla Song.
 
        Reviewed by Admin
        on 
        
00:38
 
        Rating: 
 
        Reviewed by Admin
        on 
        
00:38
 
        Rating: 


No comments: