সাগর কন্যা - কুয়াকাটা সমুদ্র সৈকত - পটুয়াখালী - বাংলাদেশ। My Lyrics Dhaka.

 
সাগর কন্যা - কুয়াকাটা সমুদ্র সৈকত
সাগর কন্যা - কুয়াকাটা সমুদ্র সৈকত


কুয়াকাটা সমুদ্র সৈকত -

কুয়াকাটা বাংলাদেশের পটুয়াখালী জেলার একটি শহর ও পর্যটন কেন্দ্র। কুয়াকাটা সমুদ্র সৈকত সাগর কন্যা হিসেবে পরিচিত। ১৮ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতের একপাশে সমুদ্র এবং অন্যপাশে নারিকেল গাছের সারি রয়েছে। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। শীতকালে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি দেখা যায় সাগর কন্যা খ্যাত এই কুয়াকাটা সমুদ্র সৈকতে। 

পটুয়াখালী সদর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে কুয়াকাটা অবস্থিত। ঢাকা থেকে সড়ক পথে দূরত্ব ৩৮০ কিলোমিটার। 
ম্যাপ লোকেশন -  21°48'11.16"N  90°10'56.21"E


Home Tutor
Home Tutor at Your Location
সাগর কন্যা - কুয়াকাটা সমুদ্র সৈকত - পটুয়াখালী - বাংলাদেশ। My Lyrics Dhaka. সাগর কন্যা - কুয়াকাটা সমুদ্র সৈকত - পটুয়াখালী - বাংলাদেশ। My Lyrics Dhaka. Reviewed by Admin on 6:00 AM Rating: 5

No comments:

Powered by Blogger.